নাগরিক সনদ (Citizen Charter)
আমাদের লক্ষ্যঃ (Vision)
জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ।
আমাদের উদ্দেশ্যঃ (Mission)
০১. সঠিক ও মানসম্মত এবং সময়ানুগ পরিসংখ্যান সরবরাহ;
০২. নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারীগণের চাহিদামাফিক উপাত্ত পরিবেশন;
০৩. প্রতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি;
০৪. পেশাদারিত্ব প্রতিষ্ঠা;
আমাদের গ্রাহক/ সেবা গ্রহণকারীঃ (Users)
০১. সরকারী/বেসরকারী সংস্থা
০২. উন্নয়ন সহযোগী ও দাতাসংস্থা
০৩. নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ ও গবেষক
০৪. শিক্ষক-শিক্ষার্থী
আমাদের প্রতিশ্রুতি (Commitments) :
০১. স্বল্পতম সময়ের মধ্যে মানসম্মত ও সঠিক উপাত্ত পরিবেশন।
০২. তথ্য/ উপাত্ত প্রক্রিয়া ও পরিংজ্ঞাতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার।
০৩. বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক সিদ্ধান্ত গ্রহণে চাহিদামাফিক উপাত্ত সরবরাহ।
০৪. পরিসংখ্যানিক কার্যক্রম সময়োপযোগী ও ত্বরান্বিতকরণ।
০৫. প্রাথমিক তথ্য প্রদানকারীর তথ্যের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা।
আমাদের প্রত্যাশাঃ (Expectations)
০১. তথ্য প্রদানকারী ও উপাত্ত ব্যবহারকারীদের নিকট থেকে সহযোগীতামূলক মনোভাব;
০২. তথ্য সংগ্রহকারীগণকে স্বল্পত সময়ের মধ্যে সঠিক তথ্য/ উপাত্ত প্রদান;
০৩. পরিসংখ্যানের মান বৃদ্ধিকল্পে পাঠক/ ব্যবহারকারীগণের নিকট থেকে গঠনমূলক পরামর্শ।
অভিযোগ ও পরামর্শ (Complaints & Suggestions):
সেবা সংক্রান্ত অভিযোগ বা পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সম্মানিত গ্রাহকগণের কোন অভিযোগ, পরামর্শ বা জিজ্ঞাসা থাকলে তা নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় ই-মেইল করতে পারেন অথবা চিঠির মাধ্যমে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে পারেন।
মোঃ আব্দুল আলীম
উপ-পরিচালক (ভা.প্রা.)
জেলা পরিসংখ্যান অফিস
মেহেরপুর
অফিস ফোনঃ ০৭৯১৬৩০৭৭
ইমেইল: alim_bba_du@yahoo.com