MICS-2025 জরিপের মাঠ পর্যায়ে চুড়ান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম সারা দেশের ন্যায় মেহেরপুর জেলায় নির্ধারিত পিএসইউ এলাকায় ২৪/০২/২৫ খ্রি. শুরু হয়েছে এবং ২৯/০৪/২৫ খ্রি. পর্যন্ত চলমান। এ জরিপ হতে জনগণের আর্থ-সামাজিক অবস্থা, মা ও শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, প্রতিবন্ধিতা, বিবাহ,স্যা নিটেশান এন্ড হাইজিন, খাবার পানির গুনগত মান, লবণের পরীক্ষা ইত্যাদি তথ্য ট্যাবের মাধ্যমে সংগ্রহ করা হবে। এছাড়াও গর্ভবতী নারীদের রক্ত স্বল্পতা পরীক্ষা এবং ০১-০৪ বছর বয়সী শিশুদের রক্তে সীসার স্তর এবং অন্যান্য ভারী ধাতু, মাইক্রোনিউট্রিয়েন্টে এর উপস্থিতি মূল্যায়নের জন্য রক্ত পরীক্ষা করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস